ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া এলাকায় একটি বালু ভর্তি ট্রাক খাদে পড়ে মোঃ আনোয়ার হোসেন (৩৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার (৫মার্চ) সকাল ৫ ঘটিকার সময় সাটুরিয়া-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কে এই দৃর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আনোয়ারের বাড়ী টাঙ্গাইল জেলার কালীহাতী থানার পুংলী গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে।
এই ব্যাপারে কাওয়ালীপাড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মোঃ নুরুল ইসলাম জানান টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কালামপুরগামী বালু ভর্তি একটি ট্রাক কাওয়ালীপাড়া এলাকায় পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়।এই সময় ট্রাকের উপর ঘুমিয়ে থাকা হেলপার বালুনিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারাযান। পরে এলাকাবাসির সহযোগিতাই তাকে বালুর নিচ থেকে উদ্ধার করা হয়।