ভোলা প্রতিনিধি
পিকনিকের দাওয়াত না দেয়ার অজুহাতে দৌলতখান উপজেলার চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার এক ফল প্রার্থীকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশি একটি গ্রুপ। আহত স্কুল ছাত্র হাসেম বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।তার বাড়ি জয়নগর ১ নং ওয়ার্ডে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। আহত হাসেমের বড় ভাই হান্নান জানান, তার ভাইসহ এসএসসি পরিক্ষার ফল প্রার্থী ছাত্ররা পিকনিকের আয়োজন করে। এতে চরপাতা ১ নং ওয়ার্ডের উছৃংখল কামরুল,সোহাগ, হাছান, নাজমুল ও ফয়েজসহ কয়েকজনকে দাওয়াত না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার তারা চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলার সময় সেখান দিয়ে আমার ভাই হাসেমসহ বন্ধুরা যাওয়ার পথে কামরুল ও তার ভাই সোহাগ স্টাম্প দিয়ে হাসেমের মাথায় আঘাত করে। একপর্যায়ে তাকে এলোপাথারি মারতে থাকে। মাথায় আঘাতের ফলে মারাত্মক রক্তক্ষরণ হয়। প্রথমে ভোলা হাসপাতালে নিলে তাৎক্ষনিক ভাবে তাকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠায় । হাসেম এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীনন রয়েছে। এ ব্যাপরে দৌলতখান থানায় মামলার প্রুস্তুতি চলছে বলে জানান হাসেমের ভাই হান্নান।