বাগেরহাট প্রতিনিধি॥
“সময় এখন উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম -শহরে কর্মজীবন ধারা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এইআলোচনা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন নারী আসনের সংসদ সদস্য হেপী বড়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি মো. শাহীন হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, নাদিরা আকরাম, ব্র্যাক কর্মকর্তা মারুফ পারভেজ প্রমুখ। আলোচনা সভা শেষে জেলার ৬২ টি সেচ্ছাসেবী উন্নয়ন মহিলা সংগঠনকে ১১ লাখ ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এদিকে সকালে বাগেরহাটে অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট এর উদ্যোগে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে র্যালী বের করে।