বাগেরহাট প্রতিনিধি॥
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা তাঁতীলীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা তাঁতীলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বাকি তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সাংবাদিক আজমল হোসেন, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি শেখ সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক লিটু দাস, সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক জাহিদ শেখ, সদস্য সচিব রফিকুল ইসলাম মুকুল, পৌর তাঁতীলীগের সভাপতি জাহাগীর হোসেন মিঠু প্রমুখ।