রংপুর প্রতিনিধি॥
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মৌভাষা গ্রামের ভাবি সালেহা বেগম (৫০) কে কুপিয়ে হত্যা করেছে দেবর নুর আলম। শনিবার দুপুরে এ ঘটনায় নুর আলমের স্ত্রী আফরোজা কে আটক করেছে পুলিশ।
পুলিশ ওএলাকাবাসী জানান, সকালে ভাবি সালেহা বেগমের সাথে দেবর নুর মিয়ার মেয়ের মিথ্যা অপবাদ নিয়ে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে দেবর বুলবুল লাল মিয়া বাবলু ও নুর আলম স্ত্রীর সহযোগিতায় কুড়াল দিয়ে মাথায় গুরুত্বর আঘাত করে । পরে সালেহা বেগমের দুই ছেলে দুলাল ও সাজু মাকে বাঁচাতে আসলে তারাও গুরুত্বর জখম হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হন। মেডিকেল কলেজ হাসপাতালে মা সালেহা বেগম কে আনার পর তার মৃত্যু হয়। দুই ছেলে এখনো আশংখাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সালেহা বেগম মৌভাষা গ্রামের মঞ্জুদ আলীর স্ত্রী।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দেবর নুর আলমের স্ত্রী আফরোজাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ছালেহা বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । একটি হত্যা মামলা হয়েছে