সাতক্ষীরা প্রতিনিধি॥
সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ইফতেখার হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১টায় জেলা প্রশাসকের নিজস্ব কার্যালয়ে ইফতেখার হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা রিপোর্টার্স ইউনিটের উপদেষ্টা মাহমুদ আলী সুজন, জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও জাতীয় মুক্তখবর পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন,সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি এসকে কামরুল হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক ও জেটিভি অনলাইনের জেলা প্রতিনিধি ও জাতীয় মাতৃছায়া পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আরাফাত আলী,সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশ সংযোগের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি,সদস্য ও সময় নিউজ টোয়েন্টিফোর ডট নেটের শহর প্রতিনিধি শেখ জাহাঙ্গীর আলম ও হোসনেআরা পারভীন প্রমুখ। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ জানান।