চাঁপাইনবাবগঞ্জে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ চাঁপাইননবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন। উদ্বোধন শেষে শিল্পকলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মিসেস মার্জিনা হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, সাবেক এম,পি মোঃ জিয়াউর রহমান ,নবাবগঞ্জ ২ আসনের এম,পি মোঃ গোলাম মোস্তফা ,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য নুসরাত ফারজানা ইলোরা ও সামসুননাহার পারভিন সহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি সাফিয়া খাতুন মার্জিনা হকে সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রাজিয়া সুলতানা কে সাধারন সম্পাদ করে ৭ সদস্যের চাঁপাইনবাবগঞ্জ মহিলা আওয়ামী লীগের কমিটির ঘোষণা করেন। প্রধান অতিথি বলেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা আওয়ামী লীগের স্বতঃফুত উপস্থিতি প্রমাণ করে দেয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের অবস্থান কতটা সুসংগঠিত ও শক্তিশালী।