চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২৮ লাখ টাকার মাছ চুরির অভিযোগে থানায় জিডি ।র্ সাধারণ ডায়েরীর বিবরণে জানা গেছে, উপজেলার দূর্গাপুর মৎসজীবি সমবায় সমিতি লিঃ বিলভাতিয়ার কিছু অংশ আমগাচ্ছী জলাশয় সরকারী নিয়মানুযায়ী লীজ গ্রহণ করে মাছ চাষ করে আসছে। ২দিন যাবত ধরা মাছ প্রায় ৪শত মণ যার বাজার মূল্য ২৮ লাখ টাকা। মাছগুলো জলাশয়ে সংরক্ষণ করা হয়। এ মাছ গত ১১ মার্চ রাত ১০টা হতে ১২ মার্চ রাত সাড়ে ৩টার মধ্যে জলাশয়ে ৬টি আনার(মাছ সংরক্ষনের স্থান) থেকে ৫০ থেকে ৬০জন অপরিচিত দূর্বৃত্ত অতর্কিত হামলা করে চুরি করে নিয়ে যায়। এ সময় মাছ পাহারাদার সমিতির ৩জন সদস্য যথাক্রমে দূর্গাপুর গ্রামের মজলিস মন্ডলের ছেলে আব্দুল হালিম, সোবহান আলীর ছেলে কালু ও ফতেপুর গ্রামের নুর ছেলে বাবুল হোসেনকে র্দূবৃত্তরা বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে এ চুরির ঘটনা ঘটায়। প্রায় ২৮ লাখ টাকার ৪শত মণ মাছ চুরি যাওয়ায় পূঁজি হারিয়ে চরম হতাশায় ভূগছেন সমিতির জেলে পরিবারগুলো। এ ঘটনায় সমিতির সভাপতি দূর্গাপুর গ্রামের মৃত: খলিলের ছেলে কালাম বাদি হয়ে ভোলাহাট থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং ৪৪৫। তারিখ ১২.০৩.১৮ ইং।