বাগেরহাট প্রতিনিধি॥
এ কোন নিষ্ঠুরতা! কি অপরাধ ছিল সদ্য প্রসবকৃত শিশুটির। অবৈধ্য সম্পর্কের ফসল হিসেবে ফুটফুটে ঐ শিশুটি সুর্যের আলো দেখার আগেই তার চিরতরে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে। ভালো বাসার শেষ রক্ষা হলো না ।ফকিরহাটে সুর্যের আলো দেখার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো ভালোবাসার ফাদে জন্ম নেয়া ওই নিঃষ্পাপ শিশুটির। ফকিরহাট মডেল থানার অ-দূরে ব্রীজের নীচ থেকে ফুটফুটে ঐ নবজাতক পুত্র সন্তানের মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। ১৩ মার্চ সকালে স্থানীয়রা ব্রীজের নীচে মৃত শিশুটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ নব জাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের ধারনা হয়তো কোন কুমারী মাতা সন্তানটি প্রসবের সাথে সাথে রিাপদ ওই স্থানে ফেলে দেয়। তবে তার মৃত্যুর বিষয় টি নিঃুশ্চিত হওয়া যায়নি । এনিয়ে এলাকায় নানা গুঞ্জলের সৃষ্টি হয়েছে। তবে অনেকেই ধারনা করছেন সমাজ ও লোক লজ্জার কারণে ঘটনাটি আড়াল করতেই সন্তনটি প্রসবের পর তাকে হত্যা করে ব্রীজের নীচে ফেলে রেখে যায়। এ ব্যাপারে এসআই সুমন চ্যাটার্জ্জী জানান, ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।