• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

বাগেরহাটে ফুটবল রেফারি সমিতির ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট জেলা ফুটবল রেফারী সমিতির ত্রি-বার্ষিক সাধারন সভা সোমবার শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেফারী সমিতির সভপতি ও বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। সকালে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সভার কার্যক্রম শুরু হয়। বাগেরহাট জেলা ফুটবল রেফারী সমিতির সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু বার্ষিক প্রতিবেদক ও শুভেছা বক্তব্য রাখেন। কোষাধ্যক্ষ কিশোর বকসি সমিতির আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। ত্রি-বার্ষিক সাধারন সভার প্রধান অতিথি বাগেরহাটের পুলিশ সুপার পংকর চন্দ্র রায় বলেন, আমি এই সমিতির সভপতি হিসেবে কাজ করতে চাই। বাগেরহাটে ক্রীড়াঙ্গন সচল রাখতে খেলা পরিচালনার দায়িত্বে থাকার রেফারীদের আরও বেশি দায়িত্বশীল ও কর্মঠ হতে হবে। বাগেরহাটের ক্রীড়াঙ্গনের সারা দেশে সুনাম রয়েছে তার ধারাবাহিকতা অব্যহত রাখতে সকলকে আরও বেশি সচেতন হতে হবে। বিশেষ অতিথি ছিলেন বারেহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান। সাধারন সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি শেখ বুলবুল কবির, শেখ দলিল উদ্দিন, রেফারী অমিত রায়, স্বপন দেব প্রমুখ। সাধারন সভায় পদাধিকার বলে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে সভাপতি , পদাধিকার বলে দুজন সহসভাপতি হলেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ, ছাড়াও নতুন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির সদস্য একেএম বায়েজীদুল ইসলাম ও  এ্যাডভোকেট স্বপন দেব, সাধারন সম্পাদক  সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ন সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ এম এস আলম, দপ্তর সম্পাদক মামুন খানসহ সমিতির আরও ৮ জনকে নির্বাহী সদস্য নির্বাচিত করে বাগেরহাট জেলা ফুটবল রেফারি সমিতির ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সমিতির সভাপতি পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।  দুপুরের পর সাধারন সভা শেষে আমন্ত্রিত অতিথি হিসেবে বাগেরহাটের জেলা প্রশাসক জনাব তপন কুমার বিশ^াস, শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সচিব ফিরোজুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মর্ধন্য ভোজের মধ্য দিয়ে বাগেরহ্টা জেলা ফুটবল রেফারী সমিতির সাধারন সভা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ