• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

মৎস্য-প্রাণিসম্পদ বিষয়ক খামার পরিদর্শনে আগ্রহ থাইল্যান্ডের

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

কৃষিসহ বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন খামার-পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের কাছে সে দেশের সরকারের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব দেয়া হয়েছে। থাইল্যান্ডের রাষ্ট্রদূত পিসিমন সুওয়ানপংস মন্ত্রীর কাছে প্রস্তাবপত্রটি পেশ করেন। প্রস্তাবে থাইল্যান্ডের উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল আগামী ২ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন খামার রিদর্শনের ইচ্ছার কথা জানানো হয়েছে।
রাষ্ট্রদূত থাইল্যান্ডে এদেশের ‘ব্লাক বেঙ্গল গোট’ এর খামার-প্রসারে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতি সরেজমিন পরিদর্শনে থাইল্যান্ডের আগ্রহের কথা বলেন।
তিনি বাংলাদেশের খামার-পরিদর্শনের পর সেই অভিজ্ঞতাকে থাইল্যান্ডেও কাজে লাগিয়ে তারাও এ খাতে অগ্রগতি অর্জনের আগ্রহ ব্যক্ত করেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী তাদের প্রস্তাবগ্রহণ করে তাদের কথা শোনেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে থাই দূতাবাসের দ্বিতীয় সচিব পিচয়া এ্যাডসাকুল, মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডল, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরি আজাদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আইনুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ