এস,কে কামরুল হাসান : কালিগঞ্জের পল্লীতে স্ত্রীকে জবাই করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সানার ছেলে জালাল সানা (৪৮) মঙ্গলবার রাতে তার স্ত্রী নাছিমা খাতুনকে (৩৫) দা দিয়ে জবাই করে হত্যার পর বুধবার ভোরে থানায় আত্মসমর্পণ করেন। পরবর্তীতে থানার উপ-পরিদর্শক সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত গৃহবধূর দশম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে পড়–য়া দু’টি মেয়ে রয়েছে। জালাল সানা কিছুদিন যাবত মানসিক ভাবে অসুস্থ বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল সানাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।