• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

নিরাপদ সড়কের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

আপডেটঃ : বুধবার, ১৪ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
সড়ক পথে মৃত্যুর মিছিল, সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম নৈরাজ্য রোধ ও নিরাপদ সড়কের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বাগেরহাট জেলা শাখা। গত ২৮ ফেব্রুয়ারি গোপালগঞ্জের ঘোনাপাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সংগঠনটির জেলা সভাপতি শিল্পি সমাদ্দারের অকাল মৃত্যুর প্রতিবাদে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে সিপিবি, স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে একাত্বতা প্রকাশ করেন।বুধবার (১৪ মার্চ) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাংলাদেশ মহিলা পরিষদ, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. পারভীন আহমেদ, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, নারী নেত্রী ফরিদা আক্তার ভানু, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাংবাদিক সেখ আসাদ, ফররুখ হাসান জুয়েল প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সড়ক পথে যেভাবে মৃত্যু মিছিল চলছে তা খুবই দুঃখ জনক। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আমাদের আপনজনদের হারাতে হচ্ছে। সড়ক দুর্ঘটনার জন্য অদক্ষ, অপ্রাপ্ত বয়সের চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালনাকে দায়ী করে বক্তারা আরও বলেন আইনের প্রয়োগের মাধ্যমে সড়ক পথের এসব নৈরাজ্য রোধ করতে হবে। সড়ক পথের মৃত্যুর মিছল থামিয়ে নিরাপদ সড়ক তৈরির জন্য সব কিছু করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ