রংপুর প্রতিনিধি॥
রংপুর নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র অনুপ সরকারের আত্মহত্যা প্ররোচণার জন্য দায়ী শিক্ষক আকতারুজ্জামান সাজু’র বিচারের দাবিতে গতকাল বুধবার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।
অনুপসরকারের পিসি বেবী রাণী সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, অনুপের দাদু নারায়ণ চন্দ্র রায়, প্রতিবেশী ছায়া রাণী দেব, নিমাই ঘোষ, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাওন দাস, আশিক ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, অনুপ সরকার লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীতে বাণিজ্য শাখায় অধ্যয়নরত এবং মেধাবী ও নম্র-ভদ্র স্বভাবের শিক্ষার্থী হিসেবে সহপাঠী ও এলাকার সকলের কাছে পরিচিত ছিল। গত ১১ মার্চ শনিবার সকাল আনুমানিক ৮.৩০ টার সময় গণিত ক্লাস চলাকালীন সময়ে মাথার চুল বড় রাখার কারণে শিক্ষক আকতারুজ্জামান সাজু সকলের সামনেই তাকে ভৎসনা করে। এরপর ওই শিক্ষক শুধুমাত্র ভৎসনা করেই ক্ষ্যান্ত হয়নি অনুপ সরকারের মাথার চুল ধরে ক্লাসের দেয়ালে ৩/৪ বার ধাক্কা মারে এবং তার গালে কয়েকটি থাপ্পড় মেরে কুলাঙ্গার বলে ক্লাস থেকে বের করে দেয়। অনুপ সরকার লজ্জায়-অপমানে আহত অবস্থায় মাথা নিচু করে বিদ্যালয়ের মাঠ দিয়ে যখন হেঁটে গেটের কাছে আসছিল তখন লাথি মেরে বিদ্যালয় থেকে বের করে দেয়। শিক্ষকের নির্যাতন ও অপমান সইতে না পেরে ১২ মার্চ দিবাগত রাতে সকলের অগোচরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে অনুপ সরকার।
বক্তারা, অবিলম্বে পাষন্ড শিক্ষক আকতারুজ্জামান সাজু’কে গ্রেফতার ও বিচারের দাবি জানান। সমাবেশ থেকে ওই শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।