টাঙ্গাইল প্রতিনিধি॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগন বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায়না। আগামি নির্বাচনে আবারও তা প্রমাণিত হবে।
তিনি বলেন, আওয়ামীলীগ কাউকে এখনো দলীয় মনোনয়ন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। গাড়ির বহর, লিফলেট, পোস্টার, ফেস্টুন দেখে মনোনয়ন দেয়া হবেনা। জনগনের মতামতের ভিত্তিতে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ছয় মাস পর পর নির্বাচনী মাঠের প্রতিবেদন যাচ্ছে, আগামিতেও যাবে। মাঠে যার অবস্থান ভাল, জনগন যাকে চায়- তিনিই দলীয় মনোনয়ন পাবেন। বুধবার(১৪ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের এক কর্র্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নেত্রী দুর্নীতির মামলায় দন্ডিত হয়েছে আর বিএনপি বলে সরকার তাকে জেলে পাঠিয়েছে। জেলে পাঠিয়েছে আদালত আর জামিনও দিয়েছে আদালত, এখানে সরকারের কোন ভূমিকা নেই। গত নয় বছরে বিএনপি নয় মিনিটের জন্যেও আন্দোলন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, জনগন তাদের নেতিবাচক রাজনীতির সাথে নেই। বিএনপির আন্দোলন মরে গেছে, আর মরা গাঙ্গে জোয়ার আসেনা।
তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে মহান মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। আর আওয়ামীলীগকে বাঁচাতে হলে কর্মীদেরকে বাঁচাতে হবে। কর্মীরাই হলো আওয়ামীলীগের প্রাণ, আওয়ামী লীগের সঞ্জিবনী শক্তি। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। দলের মহিলা নেত্রীদেরকেও মূল্যায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক ডা. দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।