• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

বিশেষ বিমানে নেপাল থেকে ২১ জনের লাশ দেশে আনা হবে কাল

আপডেটঃ : রবিবার, ১৮ মার্চ, ২০১৮

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা ফ্লাইটের শনাক্তকৃত ২১ যাত্রীর মরদেহ দেশে আসছে কাল। নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘একটি বিশেষ বিমানে করে ওই ২১ যাত্রীর মরদেহ কাল ঢাকায় আনা হবে।’
জানা গেছে, এখন পর্যন্ত ১৭টি মৃতদেহ সনাক্ত করা হয়েছে এবং আরো ৪টি মৃতদেহ প্রায় সনাক্ত হবার পথে রয়েছে। এখন সনাক্ত হওয়া মৃতদেহগুলোর কফিন প্রস্তুত করার কাজ চলছে। কফিন প্রস্তুত হলে নেপালি কর্তৃপক্ষ সেগুলো বাংলাদেশ দূতাবাসের হাতে তুলে দেবেন। দূতাবাস সেগুলো বিশেষ বিমানে করে ঢাকায় পাঠাবে। ঢাকায় আত্মীয় স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হবে।
নেপাল থেকে বাংলাদেশী চিকিৎসক দলের সদস্য সোহেল মাহমুদ বলেন, যে সতেরটি মৃতদেহ ইতোমধ্যেই সনাক্ত করা হয়েছে সেগুলো আত্মীয় স্বজনকে দেখানো হয়েছে এবং তারাও সনাক্ত করতে পেরেছেন। তবে যেগুলো এভাবে সনাক্ত করা যাবেনা সেগুলো ডিএনএ নমুনা নিয়ে সনাক্ত করা হবে। সেক্ষেত্রে পাঁচজনকে ডিএনএ পরীক্ষা করতে হতে পারে বলে জানান তিনি। বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ