• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

সুপ্রিমকোর্ট বারের নির্বাচন প্রমাণ করে সরকার নিরপেক্ষ: তথ্যমন্ত্রী

আপডেটঃ : শনিবার, ২৪ মার্চ, ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ী প্রমাণ করে বর্তমান সরকার নির্বাচনে হস্তক্ষেপ করে না। বিএনপির চরিত্র হলো তারা বিজয়ী হলে মিষ্টি বিতরণ করে আর হেরে গেলে ফল বর্জন করে।
তিনি শনিবার কুষ্টিয়ার ভেড়ামারার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে তিনি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পৌরসভার কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাইমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রীর সহধর্মীনি আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, এমদাদুল ইসলাম আতা, এসএম আনছার আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ