• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

দাদার মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী

আপডেটঃ : শনিবার, ৩১ মার্চ, ২০১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুত্ফর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাদ মাগরিব ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হন।
এ ছাড়া বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাহাদুল হাসান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে শেখ লুত্ফর রহমান এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ