• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

রমজানে নিত্যপণ্যের কোন সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

আপডেটঃ : রবিবার, ১ এপ্রিল, ২০১৮

‘নিত্য-প্রয়োজনীয় পণ্য সরবরাহে ঘাটতি না থাকায় আসন্ন রমজানে এসব পণ্যের সংকটের কোন সম্ভাবনা নেই। একইসাথে চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় কোন দ্রব্যের দাম বাড়ারও কোন কারণ নেই।’
আজ রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য পরিস্থিতি’ সংক্রান্ত এক বৈঠকে এ তথ্য জানানো হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ বৈঠকে সভাপতিত্ব করেন। বাণিজ্য সচিব শুভাশিস বসু, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনসমুহের নেতৃবৃন্দ, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ এবং সাংবাদিকগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে নিত্য-প্রয়োজনীয় পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। এ কারণে এ বছর রমজানে নিত্যপণ্যের কোনও সংকট হবে না, মূল্যও বাড়বে না।’ তিনি ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, রমজানে যেসব ব্যবসায়ী নিত্য-প্রয়োজনীয় দ্রব্য মজুদ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সভায় ব্যবসায়ীরা রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে দিনের বেলায় রাজধানীতে পণ্য বোঝাই ট্রাক প্রবেশের সুযোগ চান।
বাণিজ্যমন্ত্রী এ বিষয়টি বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘রমজানের পর যাতে লোকজন সুনাম করে, রমজানে সব কিছুর দাম নিয়ন্ত্রণে ছিল, স্বাভাবিক ছিল। অন্তত এ সুনামটুকু আমরা অর্জন করতে চাই।’
রমজান উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত আমদানি করা হয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘এ বছর কেউ কোনও পণ্য মজুদ করবে না। কারণ, চাহিদার তুলনায় সব পণ্যের সরবরাহ বেশি। তাই কেউ মজুত করলে রোজার পর নদীতে ফেলে দিতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ