• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

৮ এপ্রিল বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আপডেটঃ : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

আগামী ৮ এপ্রিল ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বাংলাদেশ সফরে আসছেন। এর আগে তিনি দুই দিনের ভুটান সফরে যাবেন।
বিজয় কেশব গোখালের সফরে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে। ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ইস্যু, নিরাপত্তায় অংশীদারিত্ব এবং লাইন অব ক্রেডিড নিয়ে নতুন পররাষ্ট্র সচিব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করবেন।
৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ নেবেন বিজয় কেশব গোখালে। গত মাসে প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দিল্লি সফর করেন। নির্বাচনী বছরে ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। গত জানুুয়ারির শেষ দিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন বিজয় কেশব গোখালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ