• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

জ্যাকিচ্যনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন দিশা

আপডেটঃ : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

অ্যাকশন অভিনেতা জ্যাকি চ্যান। চীনা ছবির গণ্ডী ছাড়িয়ে তিনি হলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন ৷ বলিউডে ‘কুংফু ইয়োগা’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ এরপর থেকেই বি-টাউনের সঙ্গেও তাঁর সখ্যতা গাঢ় হয়েছে ৷
বলিউড টাউনে কান পাতলে শোনা যায়, তার সবচেয়ে বেশি বন্ধুত্ব সোনু সুদ ও দিশা পাটানির সঙ্গেই। আর তাই জ্যাকি চ্যানের ৬৪তম জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা পাঠান দিশা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিশা পাটানি জানান, জ্যাকি চ্যানের মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার ছিল তার জন্য।
টুইটারে এই প্রসঙ্গে দিশা লিখেছেন, ‘জীবিত কিংবদন্তি অভিনেতাকে জন্মদিনের অভিনন্দন। আমি আনন্দিত ও সৌভাগ্যবতী যে আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার দেখা অন্যতম সুন্দর ও সদয় মনের মানুষ আপনি। আমি আশা করব আপনি আরও ১০০ বছর বাঁচুন। আপনাকে ধন্যবাদ কারণ আমাদের প্রেরণা আপনি। ভালোবাসি জ্যাকি চ্যান।’
সম্প্রতি দিশা ও টাইগারের অভিনীত ছবি ‘বাগি-২’ বক্স অফিসে ১০০ কোটির রুপির বেশি ব্যবসা করে। তাই বেশ খোশ মেজাজেই আছেন নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ