বাগেরহাটপ্রতিনিধি॥
সুন্দরবন থেকে বনদস্যু মোশারফ বাহীনির সক্রিয় সদস্য খোকন শেখকে অস্ত্র ও গুলি সহ আটক করেছে কোষ্টগার্ড। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপ্ই রেঞ্জের ভাইজোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে গুলি বিনিময়ের পর বৃহস্পতিবার ৩টি আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু মোশারফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. আবদুলাহ আল মাহমুদ জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপ্ই রেঞ্জের ভাইজোড়া খাল এলাকায় বৃহস্পতিবার বনদস্যু দমনে যৌথ অভিযানে নামে কোষ্টগার্ড পশ্চিম জোনের সিজি বেইস মোংলা এবং সিজি স্টেশান হারবারিয়ারা সদস্যরা। এসময়ে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যু মোশারফ বাহিনীর সদস্যরা কোস্টগার্ড সদস্যদের উপর গুলি চালায়। কোস্টগার্ড সদস্যরাও আতœরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে বনদস্যু মোশারফ বাহিনীর সদস্যরা রণে ভঙ্গ দিয়ে সুন্দরবনের গহীন অরণ্যে পালাতে থাকে। এসময়ে অন্য বনদস্যুরা পালিয়ে গেলেও কোস্টগার্ড সদস্যরা ৩টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ বনদস্যু মোশারফ বাহিনীর সদস্য মো. মো. খোকন শেখকে আটক করে। আটক বনদস্যু মো. খোকন শেখ খুলনার ডাকোপ উপজেলার কালাবগি গ্রামের আবুল হোসেন শেখের ছেলে। সন্ধ্যায় ৩টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ বনদস্যু মো. মো. খোকন শেখকে মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।