প্রতিনিধি বাগেরহাট॥
বাগেরহাট সদরে একটি খালের পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর উপজেলার বেমতা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বয়াসিংগা খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন জানান, সকালে ওই এলাকার জনৈক লুৎফর রহমান মাষ্টারের ঘেরের দক্ষিণ-পশ্চিম দিকে খালের পাড়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে লাশের পরিচয় জানা যায়নি। নিহতের আনুমানিক বয়স ৩০-৩১ বছর। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই নারীকে শ্বাসরোধ করে গলা কেটে হত্যার পর লাশ খালের পাড়ে ফেলে রাখা হয়। হত্যার কারণ এবং নিহতের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।##