দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি॥
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ও বিড়ি শ্রমিক ঐক্য পরিষদ এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা বিড়ি শিল্পের উপর নতুন করারোপ না করার দাবীতে স্থানীয় সংসদ সদস্য বরাবর স্বারকলিপি প্রদান করেছে।
শুক্রবার সকালে সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বাসভবনে বিড়ি শ্রমিক সংগঠনের নেতারা এ স্বারকলিপি হস্তান্তর করে।
বিড়ি শিল্পে কর্মরত কয়েক লক্ষ নারী পুরুষ শ্রমিক বৈষম্যের স্বীকার হচ্ছে বলে স্বারকলিপিতে উল্লেখ করা হয়। এসকল শ্রমিক পরিবারের ভরণ-পোষণ ও সন্তানদের লেখাপড়া ব্যয় দেশীয় হাতে তৈরী বিড়ি শিল্পে কর্মরত শ্রমিকদের উপার্জন থেকে আসে। তাই আগামী ২০১৮-২০১৯ সালের অর্থ বাজেটে লক্ষ লক্ষ হত-দরিদ্র নারী-পুরুষ বিড়ি শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে কোন প্রকার বৈষম্যমুলক পদক্ষেপ গ্রহণ ও বিড়ির উপর শুল্ক বৃদ্ধি না করার দাবী জানানো হয়।