কমলগঞ্জ প্রতিনিধি॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নে ১২০ দুঃস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। এছাড়া সোলার প্যানেল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার গরিব দুস্থদের মধ্যে ভিজিএফ চাল ও সোলার প্যানেল বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান প্রমুখ।