ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
আগামী মাস থেকে শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে আবাসিক ও সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী। সোমবার(১৬ এপ্রিল) দুপুরে ঢাকার ধামরাইয়ে আজিম গ্রুপের গ্লোবাল স্টীল এন্ড ইনঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এসময় তিনি আরও জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে কাতার থেকে আমদানীকৃত তরল গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ বাংলাদেশে এসে পৌছাবে। এতে করে প্রতিদিন ৫ কোটি ঘনফুট এলএনজি মূল গ্রীডে যুক্ত হবে। এলএনজি বহনকারী জাহাজ এসে পৌঁছানের পরই আগামী মাস (মে মাস) থেকে শিল্প কারখানার আবেদনকৃত নতুন সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে আবাসিক সংযোগ দেওয়ারও প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি।
আজিম গ্রুপের নব নির্মিত কারখানাটি উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুল আজিম,বলেন, এই সময় আজিম গ্রুপের চেয়ারম্যান ফজলুল আজিম বলেন,আজিম গ্রুপ একটি ওয়ান-ম্যান ব্যান্ড হিসাবে ১৯৭৫ সালে যাত্রা শুরু করে,এবং বর্তমানে প্রতিষ্ঠানটির ২৮ হাজার এর ও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। গার্মেন্টস শিল্পে আমরা একটি অগ্রগামী প্রতিষ্ঠান।গার্মেন্টস শিল্পে সফলতা অর্জন করে আমরা এখন বাংলাদেশ স্টীল শিল্পে যাত্রা শুরু করেছি। এতে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করে কমপক্ষে ১০০০ লোকের কর্মসংস্থান সৃষ্টি করে আমরা গ্লোবাল স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যাত্রা শুরু করেছি যাতে থাকছে একটি ট্রান্সমিশন টাওয়ার এবং লাইন হার্ডওয়্যার ফেব্রিকেশন মেনুফ্যাকচারিং ফ্যাক্টরি। যে ভাবে আমরা পোশাক শিল্পে সফলতা অর্জন করেছি সেই ভাবে স্টীল শিল্পে ও সেই ধারাবাহিকতা বজায় রাখব। এই সময় আর উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের এম পি বীরমুক্তিযোদ্ধা এম এ মালেক, গ্লোবাল স্টিল এন্ড ইাঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফারহান মাহমুদ আজিম, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাসুম আল বিরুনী, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ রাজামিয়াসহ এলাকার সকল গন্যম্যান লোক উপস্থিত ছিলেন।