সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবা বিক্রিকালে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার আমানুর কবীর লাভলু (৩৫) ও আব্দুর রাজ্জাককে (২৮) কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আমানুর কবীর লাভলু এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে মহাদান গ্রামে ইউপি সদস্য আমানুর কবীর লাভলুর বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক বিক্রিরত অবস্থায় ১৬ পিস ইয়াবা সহ ইউপি সদস্য ও স্থানীয় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ওসি রেজাউল ইসলাম খান জানান, মহাদানের মৃত মুনসুর বেলায়েতের ছেলে ইউপি সদস্য আমানুর কবীর লাভলু দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এসআই মতিউর রহমান ও এসআই ঈমান আলীর নেতৃত্বে গোপন সংবাদে অভিযান চালিয়ে পুলিশ ১৬টি ইয়াবা ও সহযোগিসহ তাকে গ্রেফতার করে।