চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ২০১৭-২০২০ মেয়াদের জন্য ন্যাশনাল কাউন্সিলের ৩য় বারের মত জনাব আব্দুল ওয়াহেদ সদস্য নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে বুধবার ১৮ এপ্রিল ডায়াবেটিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওয়াহেদ এর সম্মানে ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে সম্মাননার আয়োজন করে।সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. মোঃ দুররুল হোদা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত করেন মোঃ লোকমানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – সিনিয়র মেডিক্যাল অফিসার মোঃ নাইমুল হক। অনুষ্ঠান শেষে তাঁকে ক্রেষ্ট প্রদান করেন-পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা, ও ডাঃ মোঃ নাইমুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আব্দুল ওয়াহেদ তাঁর বক্তব্যে বলেন ডায়াবেটিক সমিতির উন্নয়নের জন্য যে কোন স্থান থেকে উন্নয়নের জন্য অর্থ নিয়ে এসেছি। ডায়াবেটিক সমিতির উন্নয়নে আমার সহযোগিতা সব সময় থাকবে। আপনাদের সকলের চেষ্টার ফলে প্রস্তাবিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম অল্পদিনের মধ্যে শুরু হবে। ইতোমধ্যে প্রকল্পটি পরিকল্পনা কমিশন থেকে গৃহীত হয়েছে। তাঁকে এই সম্মাননা দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।