দাউদকান্দি প্রতিনিধি॥
আজ গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুরে রোবায়েত হোসেন সোয়েব নামে ১ ডাকাত পুলিশের হাতে আটক থাকা অবস্থায় সহযোগী ডাকাতদের গুলিতে নিহত ও – ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত রোবায়েত দেশের বিভিন্ন মহাসড়কে গার্মেন্টস পন্যবাহী গাড়ী ডাকাতির দলনেতা ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ২০ টির অধিক মামলা আছে বলে পুলিশ জানায়।
গত ১১ এপ্রিল দুপুরে ঢাকা সাভার থেকে রাজু কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান যোগে নিট কম্পোজিট এর ৪০ লক্ষ টাকার টি-শার্ট নিয়ে চট্টগ্রাম পোর্টে যাওয়ার পথে কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে ছিনতাই হয়। ছিনতাইকারীরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে গাড়ির ড্রাইভার-হেলপারকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেটকারে উঠিয়ে ছিনতাইকারীদের ২ জন কাভার্ডভ্যান চালিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে দাউদকান্দি থানায় মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে ঢাকার খিলক্ষেত থেকে ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি খালি অবস্থায় উদ্ধার করে এর সূত্রধরে ডাকাত রোবায়েত হোসেন সোয়েব ও মারুফ হোসেন লাভলুকে আটক করেন। তাদের ¯ী^কারোক্তি অনুযায়ী ঢাকা উত্তরা থেকে ছিনতাই হওয়া ৪০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেন।
রোবায়েত হোসেন সোয়েবকে সাথে নিয়ে অনান্য ডাকাতদের আটক অভিযান পরিচালনাকালে গতরাতে ডাকাতদের ছোড়া গুলিতে রোবায়েত হোসেন সোয়েব নিহত ও ৪ পুলিশ সদস্য আহত হয়।নিহত রোবায়েত হোসেনের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় পৃথক ২ টি মামলা হয়েছে।