বাগেরহাট প্রতিনিধি ॥
বাগেরহাট সদরের বৈটপুরে আওয়ামী লীগ নেতা দৃষ্টি প্রতিবন্ধী জহিরুল ইসলাম লিটু(৪৫)কে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বেমরতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম লিটু নিজে বাদী হয়ে চাঁদাবাজী এবং হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ এনে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করেন বাগেরহাট মডেল থানার মামলা নং ১২। বৈটপুর গ্রামের আমীর মোল্লার পুত্র আরিফ মোল্লা(৩৫)নাম উল্লেখসহ অজ্ঞাত আরো২/৩ জনকে এ মামলায় আসামী করা হয়েছে। গুরুতর জখম দৃষ্টি প্রতিবন্ধী আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম লিটু জানান, মামলার আসামী আরিফ মোল্লা পেশাগত ভাবে একজন চিহ্নিত মাদক বিক্রেতা। খুন-জখম তার নিত্য-নৈমিত্তিক স্বভাব। ইতিপুর্বে সে খুলনাতে বাগেরহাট জেলা ছাত্রদল নেতা তানু ভুইয়াকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল। ওই ঘটনায় খানজাহান আলী থানায় মামলাও রয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে বৈটপুর মোড়ে জয়া মিনারেল ওয়াটারের কার্য্যালয়ের সামনে অবস্থান করাকালিন আরিফ মোল্লা(৩৫)দাবীকৃত চাঁদা না পেয়ে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম লিটু’কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।এ রিপোর্ট লেখা পর্য্যন্ত হামলা কারী আরিফ পালাতক রয়েছে বলে জানা গেছে।