• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

লাভগুরুর প্রেমে তিন নায়িকা

আপডেটঃ : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

পিয়া বিপাশা, ইশরাত চৈতি ও শম্পা হাসনাইন— তিন নায়িকাকে একসাথে দেখা যাবে একক নাটকে, শিরোনাম ‘ব্রোকেন জোন। রচনা ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক। আরো অভিনয় করেছেন সজল নূর, শিখা খান প্রমুখ।

সাধারণ ছেলে সজল লাভগুরু হয়ে ওঠে প্রেমে ব্যর্থ হওয়ার পর। এমন গল্পে নির্মিত হয়েছে ‘ব্রোকেন জোন’।

নির্মাতা বলেন, ‘প্রেমে ব্যর্থ হলেই যে হতাশ হতে হবে, জীবন অর্থহীন হয়ে যাবে তা নয়। লাভগুরু নিজেই তার ভগ্ন সময়ে তিন-তিনজন নারীর প্রেমের প্রস্তাব পান। বুঝতে পারেন জীবনকে সুন্দরভাবে দেখলে কোনো কিছুই জীবনকে অর্থহীন করতে পারে না।’

আর লাভগুরুর জীবনে আসা এ তিন নারী হলেন পিয়া বিপাশা, ইশরাত চৈতি ও শম্পা হাসনাইন।

এ নিয়ে সজল বলেন, ‘নাটকটির গল্পে বেশ নাটকীয়তা রয়েছে। হালকা রোমান্টিক ঘরানার নাটকটি দর্শকের ভালো লাগবে আশা করা যায়।’

‘ব্রোকেন জোন’ যৌথভাবে প্রযোজনা করেছে আম্মাজান ফিল্ম, ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রোমোমিডিয়া। আর শুক্রবার দুপুর আড়াইটায় প্রচার হবে বাংলা টিভিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ