সিংড়া (নাটোর) প্রতিনিধি॥
নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম ও সাংবাদিকদের তৎপরতায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে বিলদহর একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আর্জিনা খাতুন (১০)। বুধবার সন্ধ্যায় বিয়েটি পন্ড করে দেয়া হয়। জানা যায়, বিলদহর নতুন পাড়ার ফরিদ আলীর স্কুল পড়ুয়া মেয়ে আর্জিনার সাথে স্থানীয় হেকমত আলীর ছেলের বিয়ের দিন ধার্য্য হয়। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম ও সাংবাদিকদের তৎপরতায় বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় উভয় পক্ষের লোকজন বিবাহ দিবোনা মর্মে মুচলেকা প্রদান করেন।
ইউএনও সন্দ্বীপ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ পাঠানো হয় এবং উভয় পক্ষ বিয়ে দিবেনা মর্মে মুচলেকা প্রদান করেন।