লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ১৫ বছরের অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ৩টার দিকে মহেন্দ্রনগর রেল স্টেশনের ২শ গজ পাশেই এ দূর্ঘটনা ঘটে।
জিআরপি থানা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি মহেন্দ্রনগর রেলস্টেশন অতিক্রম করার সময় ওই কিশোরটি লাইন পার হচ্ছিল। এ সময় সে রেল লাইনে পা পিচলে পড়ে গেলে ট্রেনটি তার উপর দিয়ে চলে যায় এবং ট্রেনে কাটা পড়ে ঘটনা স্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।
লালমনিরহাট জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুও পর ওই কিশোরের লাশ অনেক সময় সেখানে পড়েছিল। এ সময় কেউ তার পরিচয় দিতে না পারায় জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কিশোরের পরিচয় জানতে পারেনি পুলিশ।