সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্রসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার এলাকা থেকে আটকের পর শনিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্র জানায়, ভাটারা বাজারের মাহবুবুল ইসলামের ছেলে সাইফুল ইসলামের নেতৃত্বে চিহ্নিত একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালায়। তার ঘর তল্লাশি করে দু’টি ককটেলসহ চাপাতি, রাম দা ও হাসুয়া উদ্ধার করা হয়। এ সময় সাইফুল ইসলাম পালিয়ে যাওয়া চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে।
থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।