বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের রামপালে লবন সহিষ্ণু জাতের ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রামপাল উপজেলা মানিকনগর এলাকায় এই মাঠদিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের এসআরএস কর্মসূচীর সহযোগীতায় রামপাল উপাজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফলিত গবেষনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সফিকুল ইসলাম মমিন।উজলকুর ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার, বাগেরহাট কৃষি সম্প্রসার অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃভিবীদ দীপক কুমার রায়, কৃষক আফজাল হোসেন, মোস্তাফিজুর রহমান, খায়ের মল্লিক প্রমুখ।বক্তারা বলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিটিউট কতৃক লবনাক্ত অঞ্চলের জন্য উদ্ভাবিত ব্রি ধান ৬৭ চাষ করে কৃষক লাভবান হচ্ছে। অধিক মাত্রার লবন সহ্য করার ক্ষমতা থাকায় এই অঞ্চলের জমিতে এই জাতের ধানের চাষ ভাল হবে।পরে অতিথিবৃন্দ এই জাতের ধানের প্রদর্শনী প্লট ঘুরে দেখেন।##