• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

চক্ষু হাসপাতালের অনিয়ম-দূর্ণীতি বন্ধে মতবিনিময় সভা

আপডেটঃ : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
বাংলাদেশ অন্ধ কল্যান সমিতির অধিনস্থ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের অনিয়ম-দূর্ণীতি বন্ধে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে। আজ (শনিবার) দুপুরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অব. অধ্যক্ষ ও জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ড. মোঃ সিরাজ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আর্থিক অনিয়ম, ভূয়া আজীবন সদস্যদের তালিকা প্রণয়ন, অবৈধভাবে ও অগঠনতান্ত্রিকভাবে কার্যনির্বাহী কমিটি গঠন, বিগত সাধারণ সম্পাদকের অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মার্জিনা হক, সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, এ্যাড. শাহনেওয়াজ খান পান্নাসহ অন্যরা। সভায় চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সকল অনিয়ম-দূর্ণীতি প্রতিরোধ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন এবং  চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় জেলার বিভিন্নস্থানের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ