বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহন করেন দৈনিক বাস্তবতা পত্রিকা ও সাবিল প্রিন্টার্স সদস্যরা। তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলার প্রথমার্ধে সাবিল প্রিন্টার্সের পক্ষে অধিনায়ক সোহেল মীর ১টি, মো. সলেমান ২টি ও মো. সবুজ ১টি গোল করলে সাবিল প্রিন্টার্স ৪-০ গোলে এগিয়ে যায়। শেষার্ধে দৈনিক বাস্তবতায় পক্ষে মো. সিরাজুল ইসলাম ১টি ও মো. রফিক ১টি গোল পরিশোধ করে খেলার সমতা আনার চেষ্টা করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবতা পরিবার বাকী ২টি গোল পরিশোধে ব্যর্থ হওয়ায় সাবিল প্রিন্টার্স জয় নিয়ে মাঠ ত্যাগ করে। খেলা পরিচালনা করেন, দৈনিক বাস্তবতা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. ইয়ামিন আলী। খেলায় আগত দর্শকরা মুহুর মুহুর করতালির মধ্যে খেলা উপভোগ করেন। খেলা শেষে দৈনিক বাস্তবতার মফঃস্বল ইনচার্জ অধিনায়ক মো. আলী আকবার টুটুল সাংবাদিকদের তার প্রতিক্রিয়ায় বলেন, খেলায় জয়-পরাজয় থাকবে। সাবিল প্রিন্টার্স ভালো খেলে জয় ছিনিয়ে নিয়েছে। আমার খেলার জীবনে অনেক খেলায় অংশ নিয়েছি। তবে আজকের এই খেলায় যে আনন্দ পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না।