• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:

পাবিপ্রবির সহকারী প্রক্টরকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে মানববন্ধন

আপডেটঃ : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

পাবনা প্রতিনিধি॥
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী প্রক্টর উত্তম কুমার চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে শনিবার  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পাবনা শহরের অনন্ত এলাকায় উত্তম কুমার চৌধুরীর ভাড়া বাসায় ৮/১০টি মোটর সাইকেলে ১৫ থেকে ১৮ জনের একটি দল গিয়ে উত্তম কুমার চৌধুরীর খোঁজ করেন। এসময় তাঁকে না পেয়ে তাঁর স্ত্রীকে গালিগালাজ ও শিক্ষক উত্তম চৌধুরীকে অবিলম্বে প্রক্টর থেকে পদত্যাগ না করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। রাতেই উত্তম চৌধুরী পাবনা সদর থানায় জিডি করেন। উত্তম চৌধুরী বলেন ,আমাকে আক্রমণ করার জন্যই দুর্বৃত্তকারীরা আমার বাসায় এসেছিল। পাবনা সদর থানার জিডি নং-০০৬৭।
এদিকে সহকারী প্রক্টর ও পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক উত্তম চৌধুরীকে প্রাণনাশের প্রতিবাদে শনিবার বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, সাধারণ সম্পাদক কিসলু নোমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডন, কর্মচারী সমিতির সভাপতি জামসেদ পলাশ, সেকশন অফিসার জহুরুল ইসলাম প্রিন্স ও ছাত্রলীগ সভাপতি  মাহমুদ চৌধুরী আসিফ। বক্তারা সহকারী প্রক্টর উত্তম কুমার চৌধুরীকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানান। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবী জানানো হয়।
প্রসঙ্গত, গেল ১৭ এপ্রিল উত্তম কুমার চৌধুরীকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ