ভোলা প্রতিনিধি॥
লালমোহন মঙ্গল সিকদার ঘাটে ঢাকাগামী লঞ্চ এম,ভি কর্ণফুলী-১২ লঞ্চের ষ্টাফদের উপর হামলা চালিয়ে তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল সেট লুট করার অভিযোগ পাওয়া গেছে।
গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৬ টায় তাসরিফ লঞ্চের ষ্টাফ রাসেল পিং শাহাবুদ্দিন, নাইম পিং মাদল হক, রাসেল পিং মহিউদ্দিন, নাজিম পিং শাজাহান সর্দার, আকতার পিং আজিজল মাঝি, আলাউদ্দিন পিং মহিউদ্দিন, সোহাগ পিং শাহাবুদ্দিন সহ ক্যাডাররা অতর্কিতভাবে কর্ণফুলী-১২ লঞ্চ ষ্টাফদের উপর হামলা চালিয়ে ব্যাপকভাবে ভাংচুর করে। এ সময় ক্যাডারদের হামলায় কর্ণফুলী-১২ লঞ্চের ষ্টাফ সবুজ কেরানী, পারভেজ, আলাউদ্দিন ও ইকবাল গুরুতর আহত হয়। এ সময় ক্যাডাররা তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায় বলে অভিযোগ করেন, লঞ্চের দায়িত্বরত ইন্সপেক্টর আনোয়ার হোসেন। এছাড়াও ১৬ এপ্রিল সকাল ৭ টায় বেতুয়াঘাটে কর্ণফুলী-১৩ লঞ্চকে পাশ থেকে স্বজোরে ধাক্কা দেয় তাসরিফ-৩ লঞ্চ। এতে যাত্রী সিরাজুল ইসলামের দুটি পা ভেঙ্গে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, তাসরিফ লঞ্চ ষ্টাফদের অত্যাচারে অতিষ্ট হযে উঠছে ঢাকা-টু-মঙ্গল সিকদার লাইনের যাত্রীরা।