ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুরের ঘোড়াঘাটে পূর্ব শত্র“তার জের ধরে জমি থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ৭ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় এজাহার করা হয়েছে। ঘোড়াঘাট থানার এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার দক্ষিন দেবীপুর গ্রামের শহিদুল ইসলাম (আকাশ) একই ইউনিয়নের আব্দুল্লাপাড়া মৌজায় ৮১ শতাংশ জমি ক্রয় করে ইউকালেপ্টাস গাছ রোপণ করে। যার জেএল নং- ৬০, খং নং- ৩২, দাগ নং- ৬৮২ ও ৬৮৩। ওই জমির ১ লক্ষ ২০ হাজার টাকার ইউকালেপ্টাস গাছ বিলাস চৌধুরীর ইন্ধনে পূর্ব শত্র“তার জের ধরে আবিরেরপাড়া গ্রামের মৃত রহমত ফকিরের ছেলে দেলোয়ার হোসেন সহ ৭ জন ভাড়াটিয়া লাঠিয়াল এনে দেশীয় অস্ত্র, রাম দা, পশু কুড়াল বিভিন্ন অস্ত্রের মহরা দেখে গত ১৬/০৪/১৮ইং তারিখ সকাল অনুমান ৮টার সময় গাছগুলো কেটে নিয়ে যায়। এ ব্যাপারে শহিদুল ইসলাম (আকাশ) জানতে পেরে আবিরেরপাড়া গ্রামের মৃত রহমত ফকিরের ছেলে দেলোয়ার হোসেনকে ১নং আসামী করে ৭ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় এজাহার দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।