• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

গ্রীষ্মে নতুন পোশাকের সমাহার জেন্টল পার্কে

আপডেটঃ : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

এই গ্রীষ্মে তারুণ্য নির্ভর পোশাকের সমাহার ঘটিয়েছে জেন্টল পার্ক। আন্তর্জাতিক ফ্যাশনে যা চলছে তা প্রাধান্য পেয়েছে কাপড়ের বুননে ও নকশায়। বেসিক ফিটকে পরিবর্তন করে পোশাকগুলোয় অনুসরণ করা হয়েছে সমকালীন কাট। তবে, প্রিন্ট, স্ট্রাইপ এবং ফ্লোরাল মোটিভ প্রাধান্য পাবে তারুণ্যনির্ভর এ পোশাকগুলোয়।
জেন্টল পার্কের চিফ ডিজাইনার ও ক্রিয়েটিভ প্রধান শাহাদত্ বাবু জানান, নতুন পোশাকগুলোর প্যাটার্নে স্পষ্ট ম্যাসকুলিন ও টেইলর্ড লুক। ফ্ল্যাট-ফ্রন্ট ডেনিম ও নিটের পোশাক নিয়েও থাকছে বৈচিত্র্যময় বেশকিছু ডিজাইন। যারা খানিকটা ফরমাল থেকে বেরিয়ে ক্যাজুয়াল লুক চান তাদের জন্যও এ কালেকশনগুলো দিবে বেশ স্বস্তিই।
পাশ্চাত্য ফ্যাশনকে দেশীয় ট্রেন্ড নির্ভর করে তৈরি হয়েছে ওভার অল পোশাকগুলো।
উল্লেখ্য, স্টোরে নিট পণ্য শপিংয়ে বাই টু গেট ওয়ান ফ্রি অফার থাকছে সীমিত সময়ের জন্য। স্টোরের পাশাপাশি ফ্যাশন ট্রেন্ডের সর্বশেষ মেলবন্ধন এবং পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টল পার্কের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ -এ। আর অনলাইন শপিং করা যাবে। http://www.gentlepark.com ওয়েবপোর্টাল থেকেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ