চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষে এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোল উপজেলার নাচোলের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ শেষে রবিবার বিকেলে মল্লিকপুর এলাকার নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উঠান বৈঠক করেন তিনি। ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মল্লিকপুর বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে উঠান বৈঠক করেন আনোয়ারুল ইসলাম আনোয়ার। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসরাইল হকের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম আনোয়ার। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কৃষকলীগের আহবায়ক আব্দুল হক, আলহাজ্ব আফতাব উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি ফজলুর রহমান ফজু, ২ নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি আব্দুল হক। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া সকালে উপজেলার বিভিন্নস্থানেও গণসংযোগ করেছেন তিনি। বৈঠকে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে, এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য আগামীতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান আনোয়ারুল ইসলাম আনোয়ার। আগামী দিনে এলাকার উন্নয়নে জন্য এলাকার সাধারণ মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।