চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥
‘শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক। আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের সাফল্যের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে এবং বর্তমান সরকার দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে, তা আমাদের বিশাল বড় অর্জন। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ও সরকারের হাতকে আরও শক্তিশালি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সবেক প্রতিমন্ত্রীর একান্ত সহকারী মাহমুদুর রহমান বাবু, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরতাজ আলমসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ, কোষাধ্যক্ষ এম রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য জিয়াউল হক জিয়া, সদস্য মো. ফরহাদ আলী, মো. জাইদুল হক, প্রফুল্ল কুমার রবিদাস। মতবিনিময়কালে আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।