• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

পাবিপ্রবিকে শিক্ষা ও গবেষণার তীর্থস্থান হিসেবে গড়ে তোলা হবে-নবনিযুক্ত ভিসি

আপডেটঃ : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

পাবনা প্রতিনিধি॥
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার জন্য আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। যোগ্য মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ দেয়া হবে। শিক্ষক নিয়োগে যোগ্যতাই প্রাধান্য পাবে। অচিরেই মযার্দাশীল প্রতিষ্ঠান হিসেবে এই বিশ্ববিদ্যালয় দেশবাসীর কাছে পরিচিতি লাভ করবে। জ্ঞান চর্চার জন্য এটা হবে তীর্থস্থান।
সোমবার পাবনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফসর ড. এম রোস্তম আলী এই আশাবাদ ব্যক্ত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে উপাচার্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরা বিভিন্ন মতামত তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরীর সঞ্চালনায় উপাচার্যের দপ্তরে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ, প্রক্টর ড. প্রীতম কুমার দাসসহ শীর্ষ কর্মকর্তারা।
উপাচার্য বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, নতুন প্রকল্প অনুমোদনের চেষ্টা করছি। এটা হলে অবকাঠামো নির্মাণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান চর্চার সুযোগ সুবিধা বাড়বে। গবেষণা ও পড়ালেখার মান বৃদ্ধির জন্য অবসরপ্রাপ্ত প্রফেসরদের চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা করা হবে। কারণ নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রফেসরদের আমরা স্থায়ীভাবে  নিয়োগ দিতে পারছি না। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় গড়ার জন্য সাংবাদিকসহ পাবনাবাসীর সহযোগিতা চাই। মিডিয়ার মানুষরা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। ভুলত্রুটি ধরিয়ে দেবেন। তিনি বলেন, শহীদ মিনার নির্মাণ করা হবে অচিরেই। কেন্দ্রীয় গ্রন্থাগারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ কর্র্ণার নির্মাণ শুরু হতে যাচ্ছে। আবাসিক শিক্ষার্থীদের ডাইনিংসহ সুযোগ সুবিধা বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়কে সবুজায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ