কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ জোড়া পা¤প সংগ্লন নতুন পাড়া এলাকায় মঙ্গলবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে। আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ মোঃ শামসুজ্জুহা। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানায় ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার জন্য তিতাস গ্যাস কোম্পানী জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে তিতাস গ্যাস কোম্পানী আইনে মঙ্গলবার ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করা হয়। আদালত এসময় ৪শত রাইজার ও প্রায় ২হাজার ফুট পাইপ জব্দ করে। এছাড়া অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহারকারী ওই এলাকার সাহেব আলী ছেলে মোঃ বদরুল আলমকে বিচারক ২হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনায় সহযোগীতা করেন তিতাস গ্যাস কোম্পানীর চন্দ্রা জোনাল অফিসের ডেুপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার আরিফ মোহাম্মদ বাবু,সহকারী প্রকৌশলী শামিম হোসেন, কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মনির হোসেন ও আনসার বাহিনীর সদস্যসহ প্রমুখ।