• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

বোরো ধানের আবাদে বাম্পার ফলনের আশা

আপডেটঃ : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈর ঊপজেলার মোট ১০ হাজার ৫৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয় ।  আবাদের শেষ পর্যায় এসে , এ যাবৎ পর্যন্ত সার ,বিষ ;এবং আবহাওয়া অনুকুলে থাকায়  বাম্পার ফলনের আশায় বুক বাধছেন কৃষক।
এমন চিএ ফুটে ওঠেছে কালিয়াকৈর উপজেলার ধুলিগড়া(সাতকুরা) গ্রামের স্থানীয় কৃষকদের মাঝে। সাতকুরা গ্রামের স্থানীয়  কৃষকদের মধ্যে মোঃআব্দুল হক, মোঃ রাইজুদ্দিন মিয়া মোঃ বেলাল সিকদার মোঃ ওহাব মিয়া  মোঃ আব্দুস সালাম সরকার সহ আরও অনেকে। মোঃ আবাদুস সালাম সরকার জানান , তিনি সবসময় কৃষি অফিসের সাথে যোগাযোগ করে চাষাবাদ করে থাকেন । এবছরও তার ব্যতিক্রম করেন নি । তিনি প্রায় বিশ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন  , অন্যান্য বছরের তুলনায় এবছর বাম্পার ফলনের আশা করেন । তিনি আরও জানান বাম্পার ফলনের আশা করলেও অনেক ভয়ও আছে কারন এখন ত ঝর বৃষ্টির দিন যে কোন সময় ঝর বৃষ্টির সাথে সাথে শিলা বৃষ্টি ও হয়ে থাকে । এমন শিলা বৃষ্টি একবার হলে ধান আর ঘরে তুলা সম্ভব হবে না । যদিও বর্তমান অবস্থা ক্ষেতের খুবই ভাল , এমন অবস্থায় যদি প্রাকৃতিক কোন দুর্যোগ আল্লাহর রহমতে না হয় ,তবে কয়েক বছরের মধ্যে সেরা হবে এবছর এর বোরোধানের আবাদ ।তিনি আরও জানান অন্যান্য বছর ব্লাস্ট রোগে ধানের ব্যাপক ক্ষতি হয় ,তাই এ বছর পূর্বেই বালাই নাশক ব্যাবহার করা হচ্ছে ,যা ক্ষতি হওয়ার সম্বাভনা কম ।
কালিয়াকৈর উপজেলার কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান জানান অন্যান্য বছরের তুলনায় এ বছর উৎপাদন ও লক্ষমাএা ছারিয়ে যাবে।মোট ৮ থেকে ১০ প্রকার ধানের চাষ করা হয় , গত বছর যে পরিমান চাষ হয়েছিল এ বছর ও লক্ষমাএা অনুপাতে আবাদ হয়েছে  ,প্রাকৃতিক দোর্যোগের তেমন কোন ক্ষতি হওয়ার সম্বাবনা নাই।  যে সমস্ত কৃষি জমি ভরাট বা খাল খননের দায়িত্ব বি এ ডি সি এর দায়িত্বে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ