• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

নাগরপুরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেটঃ : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের নাগরপুরে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ধর্ষক ও আওয়ামী যুবলীগ নেতা মো. সাজ্জাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(২৪ এপ্রিল) রাতে নাগরপুর উপজেলার দপ্তিয়র বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. সাজ্জাত হোসেন জালাই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে ও দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায়  যুবলীগ নেতা সাজ্জাতকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ধর্ষিতাকে বয়স নির্ধারন ও ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের আলহাজ আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে(১৩) জালাই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে সাজ্জাত হোসেন(৩২) শনিবার(২১ এপ্রিল) রাতে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ির বাইরে ডেকে নেন। পরে তাকে পাশের তোতা সিকদারের বাঁশবাগানে নিয়ে হাত-পা বেধে ধর্ষণ করে পালিয়ে যায়। মঙ্গলবার(২৪ এপ্রিল) ধর্ষিতা নিজে বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ