সিরাজগঞ্জ প্রতিনিধি॥
তাড়াশে শরিফুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দক্ষিন শ্যামপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করেন তাড়াশ থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল জানান, পারিবারিক কলহের জের ধরে শ্যামপুর গ্রামের মৃত. বাহের উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম মঙ্গলবার রাতে কীটনাশক পান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তাড়াশ থানার উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে বুধবার দুপুরে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।