• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

২৭ এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে ‘স্বপ্নজাল’

আপডেটঃ : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

কানাডার বেশ ক’টি শহরে আগামী ২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের একমাত্র পরিবেশক কোম্পানি স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট সজীব সপ্তক ইত্তেফাককে এ কথা জানিয়েছেন।
তিনি আরো জানান, টরন্টোর এগ্লিন্টন টাউন সেন্টার সিনেপ্লেক্স এবং ইয়ং-ডান্ডাস স্কয়ার সিনেপ্লেক্স এই ২টি প্রেক্ষাগৃহে একযোগে এবার মুক্তি পাবে ‘স্বপ্নজাল’। এছাড়া ক্যালগেরি শহরের সানরিজ স্পেকট্রাম সিনেমাস, উইনিপেগ শহরের সিনেমা সিটিস নর্থগেট এবং এডমন্টন-এর সিনেমা সিটিস ১২-এ মুক্তি পাবে ‘স্বপ্নজাল’। মোট ৫টি প্রেক্ষাগৃহে ১০৭টি শো করবে স্বপ্নজাল।
উল্লেখ্য, এই ছবিতে যারা অভিনয় করেছেন- তারা হলেন, পরী মনি, ফজলুর রহমান বাবু, ইয়াশ রোহান, ইরেশ যাকের প্রমুখ।
কানাডায় স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রথম ছবি অমিতাভ রেজা’র ‘আয়নাবাজি’ প্রদর্শিত হয় ১৮ নভেম্বর ২০১৬ সালে। এছাড়াও গত বছর প্রদর্শিত হয়েছে- প্রেমি ও প্রমি, পরবাসিনী, ঢাকা এটাক, হালদা, গহীন বালু চর, অস্তিত্ব, মোসাফির, শিকারি ইত্যাদি। ফলে কানাডায় এখন প্রায় নিয়মিত মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ