রংপুর অফিস॥
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এলাকায় রোগীবাহী আ্যাম্বুলেন্সের সাথে ট্রাকের সংঘর্ষে এক আন্তস্বত্তা নারীসহ একই পরিবারের ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এই দূর্ঘটনা ঘটে। রংপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা নুর ইসলাম জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ থেকে একটি আ্যাম্বুলেন্স রোগী নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপালে আসার সময় রংপুর- দিনাজপুর মহাসড়কের পাগলাপী পল্লী বিদ্যুতের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অন্তস্বত্তা মনি বেগম (২৫) ও মামা তুষার (৩০) মারা যায়। আহত ৩ জনকে রংপুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে বেলা সাড়ে ১২টার দিকে নিহত মনি বেগমের চাচি অফিয়া খাতুন (৫০) রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ড্রাইভারসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে চিকিৎসক ডা. আব্দুস সালাম। নিহত হেলপারের বাড়ি দিনাজপুরের বিশ্বনাথপুরে। নিহত রুবিয়া বেগমের বাড়িও একই এলাকায় বলে পুলিশ জানিয়েছে। কোতয়ালী থানার ওসি বাবলু মিয়া জানান,অ্যাম্বুলেন্স ড্রাইভার বেপরোয়া গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। তিনি আরোও জানান , ময়নাতদন্তের পর লাশ গুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে।